প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজ ২৭/০৮/২০২৫ খ্রিঃ ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বিটিসিএল প্রকৌশলী পরিষদ।আমরা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুচিন্তিত তদন্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি করছি।  পাশাপাশি চলমান প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় আন্দোলনে হেনস্থার ঘটনায় সাথে যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিটিসিএল প্রকৌশলী পরিষদ চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের দাবিপূরণকে যৌক্তিক বলে অভিহিত করেছে এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। একই সাথে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি ও সহযোগিতার অঙ্গীকার প্রদান করেছে।

বিটিসিএল প্রকৌশলী পরিষদ বিশ্বাস করে যে, প্রকৌশলীদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। এ দাবিগুলো পূরণ হলে প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে, যা প্রকৌশল খাতের উন্নয়ন ও টেকসই বাংলাদেশ নির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

প্রকৌশলী এম. সামিউল আমিন
সভাপতি (ভারপ্রাপ্ত)
বিটিসিএল প্রকৌশলী পরিষদ

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।