সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসাবে পরিষদ নিম্ন বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্যে পরিচালিত হইবে;
ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বিধি বিধান মোতাবেক বা তদনুসারে বিসিএল এ কর্মরত সকল সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল) ও তদূর্ধ্ব পদ মর্যাদার প্রকৌশলীদের মর্যাদা রক্ষা, কল্যাণ ও উন্নয়ন সাধন করা এবং পরিষদের সদস্যদের অভি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও একতাবদ্ধ জাত করতে উৎসাহিত করণ।
খ) একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজের আওতায় পরিষদের সদস্যদের ন্যায্য পেশাগত অধিকার যথা চাকুরি কাঠামোর বেতনক্রম, পদমর্যাদা, পদোন্নতি ও পারস্পরিক জ্যৈষ্ঠতা, সুযোগ-সুবিধাসমূহ সুরক্ষা ইত্যাদি সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সমূহ সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য সকল প্রকার ব্যবস্থা করণ এবং সদস্যদেরকে জাতীয়, সামাজিক, ব্যক্তিগত, নৈতিক ও পেশাগত উন্নয়নে তাদের যথার্থ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা।
গ) পরিষদের অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মানী হিসাবে অন্তর্ভুক্তকরণ, পরিষদের কর্মকাণ্ডে যথাসম্ভব সম্পৃক্তকরণ ও সদস্যদের মধ্যে তাহাদের পেশাগত অভিজ্ঞতা মিথস্ক্রিয়ার মাধ্যমে বিনিময়ের ব্যবস্থা করণ।
ঘ) পরিষদের সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে টেলিযোগাযোগ প্রকৌশল বিষয়ে ব্যবহারিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করিতে সহায়তাকরণ ।
উ) পরিষদের সদস্যদের পেশাগত ও চাকুরি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মুক্ত আলোচনা ও সদস্যদের মতামত, পরামর্শ বিনিময় করিবার কার্যকরী সুযোগ সৃষ্টিকরণ।
চ) টেলিযোগাযোগে নতুন ও উন্নত প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা, উন্নয়ন, প্রয়োগ ইত্যাদি বিষয়ে সম্পর্কযুক্ত জাতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ, সংস্থা বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক স্থাপন ও প্রসার এবং এরূপ প্রযুক্তি সংক্রান্ত সুপারিশ গ্রহণ ও প্রদান।
ছ) টেলিযোগাযোগ সেবার সমস্যাবলি চিহ্নিতকরণ ও তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং প্রয়োজনে এ বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করা ।
জ) বাংলাদেশ সিভিল সার্ভিস সহ অন্যান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ কর্তৃক প্রতিষ্ঠিত সমিতি/পরিষদ সমূহের সহিত যোগাযোগ রক্ষাকরণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও সমন্বয় সাধন।
ব) আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) একটি সদস্য দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসাবে ক্ষেত্রবিশেষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি. এর পক্ষে আইটিইউ এর আন্তর্জাতিক পর্যায়ে কর্মসূচি সমূহ যথাযথভাবে পালন ও পরামর্শ গ্রহণ।
এ) প্রাকৃতিক দুর্যোগজনিত জাতীয় জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবা প্রদান।
উ) টেলিযোগাযোগ প্রযুক্তি ও পেশা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, প্রকাশনা ও প্রদর্শনী ইত্যাদি আয়োজনের ব্যবস্থা করণ ।
ঠ) পরিষদের কল্যাণমূলক কার্যাবলীর সম্প্রসারণ ও উৎকর্ষ সাধন এবং সদস্যবর্গ ও তাহাদের পরিবারের আপদকালীন প্রয়োজনে যথাসম্ভব সহায়তা প্রদান ।
ড) পরিষদের সদস্যবর্গ ও তাহাদের পরিবারের মধ্যে মিথস্ক্রিয়ার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ।
ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বা অনুরূপ অন্যান্য পেশাগত ইনস্টিটিউশন কে পেশাগত ও কারিগরি বিষয়ে পারস্পরিক সহযোগিতা প্রদান ।
ণ) যে কোন চুক্তিভিক্তিক নিয়োগ যাহা পরিষদের সদস্যদের পদোন্নতি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাইতে পারে এবং জেষ্ঠ্যতা লঙ্ঘনের কোন উদ্যোগ আদেশ যাহা পরিষদের সদস্যদের প্রতি অবিচার বা বধ্ধনা/অধিকার হরণ বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় তাহা বাতিল করার উদ্যোগ গ্রহণ ।
ত) পরিষদের সদস্যদের জন্য সম্মানজনক চাকুরির পরিবেশ তৈরি এবং মানহানিকর যে কোনো অপতৎপরতা দূরীকরণে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ ।
দ) রাষ্ট্র এবং জনকল্যাণে কাজ করে যাওয়া টেলিযোগাযোগ সেক্টরের প্রকৌশলীবৃন্দের সহিত সকল ক্যাডার সার্ভিস সমূহের বিদ্যমান বৈষম্য দূরীকরণ এবং বৈষম্য সৃষ্টি করিতে পারে এরূপ যে কোন উদ্যোগ আদেশ রহিতকরণের ব্যবস্থা গ্রহণ।
ধ) বিটিসিএল এ কর্মরত টেলিযোগাযোগ প্রকৌশলী সদস্যদের যাবতীয় স্বার্থ সংরক্ষণ এবং এ বিষয়ে সরকারের সহিত প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ।
ন) পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক ও সহায়ক এ ধরনের অন্য সকল কাজ ও করণীয় সম্পাদন করা ।