১৮৫৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতে পোস্ট এবং টেলিগ্রাফ বিভাগের অধীনে টেলিগ্রাফ শাখা তৈরি করা হয় এবং টেলিগ্রাফ অ্যাক্ট-১৮৮৫-এর অধীনে পরবর্তীতে নিয়ন্ত্রিত হয়। ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগে টেলিগ্রাফ শাখার পুনর্গঠন করা হয়। ১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতার পর, বাংলাদেশ টেলিগ্রাফ এবং টেলিফোন বিভাগটি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়। এটি টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোনের বোর্ড অর্ডিন্যান্স, ১৯৭৫ সালের প্রণীত ‘টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোনের বোর্ড’ নামে একটি কর্পোরেট প্রতিষ্ঠান রূপান্তরিত হয়। ২০০৮ সালের ১ জুলাই বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) কে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নামে সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে রূপান্তরিত করা হয়। বিটিটিবি -তে কর্মরত সকল কর্মচারী ও কর্মকর্তাগণকে টেলিযোগাযোগ অধিদপ্তর বা ডট গঠন করে আত্মীকরণ করা হয়। বিটিসিএল পরিচালনার জন্য ডটের কর্মকর্তা ও কর্মচারীদের বিটিসিএলের বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ করা হয়। ২০১৬ সালের মার্চ মাসে সহকারী ব্যবস্থাপক (কারিগরি ) পদে একদল তরুণ প্রকৌশলীদের নিয়োগ করা হয়। বিটিসিএল এ কর্মরত সকল সহকারী ব্যবস্থাপক (কারিগরি) ও তদূর্ধ্ব পদ মর্যাদার প্রকৌশলীগণের মর্যাদা রক্ষা, কল্যাণ ও উন্নয়ন সাধন করা এবং পরিষদের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও একতাবোধ জাগ্রত করতে উৎসাহিত করণ, পরিষদের সদস্যদের ন্যায্য পেশাগত অধিকার যথা চাকুরি কাঠামোর বেতনক্রম, পদমর্যাদা, পদোন্নতি ও পারস্পরিক জ্যৈষ্ঠতা, সুযোগ-সুবিধাসমূহ সুরক্ষা ইত্যাদি সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সমূহ সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য সকল প্রকার ব্যবস্থা করণ এবং সদস্যদেরকে জাতীয়, সামাজিক, ব্যক্তিগত, নৈতিক ও পেশাগত উন্নয়নে তাদের যথার্থ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা, টেলিযোগাযোগে নতুন ও উন্নত প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা, উন্নয়ন, প্রয়োগ ইত্যাদি বিষয়ে সম্পর্কযুক্ত জাতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ, সংস্থা বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক স্থাপন ও প্রসার এবং এরূপ প্রযুক্তি সংক্রান্ত সুপারিশ গ্রহণ ও প্রদান প্রভৃতি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালের ১ জুলাই গঠিত হয় বিটিসিএল প্রকৌশল পরিষদ। বিটিসিএল প্রকৌশল পরিষদ এর কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের সকল সদস্যের ভোটে নির্বাচিত ২৫ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়ে থাকে।