গঠনতন্ত্রের ধারা-১০ (ট) মোতাবেক বিটিসিএল এ সরাসরি সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ প্রাপ্ত (চুক্তিভিত্তিক নয়) এবং বিটিসিএল এ কর্মরত বিসিএস (টেলিকম) ক্যাডারের যে কোন প্রকৌশলী আবশ্যকীয় ফি প্রদান করে পরিষদের সদস্য হতে পারবেন । আবেদনকারীকে পরিষদের নির্ধারিত আবেদন পত্র যা সদস্য পদের আবেদনপত্র পূরণ করে স্থানীয় শাখার সাধারণ সম্পাদকের মাধ্যমে অথবা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট গ্রহণযোগ্য প্রকৃত প্রকৌশলী কর্তৃক প্রস্তাবিত এবং সমর্থিত হয়ে নিজ স্বাক্ষরসহ আবেদন করতে হবে। পরিষদের মহাসচিব ফিসহ প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থাপন করবেন। সভায় অনুমোদিত আবেদনকারীর নাম পরিষদের নিবন্ধন বইতে অন্তর্ভুক্তি হবে।
সম্মানী সদস্য
ক) বিসিএস টেলিকম ক্যাডারের অবসরপ্রাপ্ত সদস্য যাহারা বিটিসিএল বা কোন সরকারি পদে চুক্তি ভিত্তিক নিযুক্ত।
গ) বিসিএস টেলিকম ক্যাডারের অবসরপ্রাপ্ত সদস্য যাহারা কোন প্রতিষ্ঠানের কর্মরত না থাকিয়া অবসর জীবন যাপন করিতেছেন ।
ঘ) প্রকৌশল তথা সামগ্রিকভাবে আর্থসামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রেখে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন এমন ব্যক্তিত্ব
জাতীয় ব্যক্তিত্বের নাম পরিষদের অন্তত ২৫(পঁচিশ) জন সদস্য কর্তৃক প্রস্তাবিত হতে হবে। প্রস্তাবিত ব্যক্তি বা ব্যক্তিগণের নাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদনের পর মহাসচিব উক্ত ব্যক্তিগণের সম্মতি গ্রহণ করবেন। সাধারণ সভায় সিইসি প্রস্তাবিত সম্মানিত সদস্যগণের নাম অনুমোদনের পরই তা পরিষদের নিবন্ধন বইতে অন্তর্ভুক্ত হবে । তবে কোন ক্ষেত্রে তার কোন ভোটাধিকার থাকবে না।
সদস্যপদ
পরিষদে দুই ধরনের সদস্য থাকবে। যথা সাধারণ সদস্য ও আজীবন সদস্য।
ক) গঠনতন্ত্রে বর্ণিত সংজ্ঞানুসারে পরিষদে নিবন্ধনকৃত সকল প্রকৌশলী এক একজন সাধারণ সদস্য ।
খ) পরিষদে ৫(পাঁচ) বছর যাবত নিষ্ঠা সহকারে অব্যাহতভাবে সেবা দানকারী একজন সাধারণ সদস্য পরিষদ পরিষদে ৫(পাঁচ) বছর যাবত নিষ্ঠা সহকারে অব্যাহতভাবে সেবা দানকারী একজন সাধারণ সদস্য অত্র অনুচ্ছেদের ২১ (ক) ধারায় নির্দিষ্ট অর্থ পরিশোধ সাপেক্ষে একজন সদস্য অবসর গ্রহণের আগ পর্যন্ত যতদিন সমিতির সদস্য হইবার যোগ্য থাকিবেন, ততদিন তিনি সমিতির আজীবন সদস্য থাকিবেন।